মানুষের ভালোবাসা নিয়ে আজীবন দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করে যেতে চাই : ব্যারিষ্টার এম এ সালাম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বলেছেন, সিলেট তথা দক্ষিণ সুরমার সাথে আমার নাড়ীর সম্পর্ক। এই এলাকার মানুষের সুখে-দুঃখে আমি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আজীবন এভাবেই কাজ করে যেতে চাই। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি আরো বলেন, অন্তবর্তীকালিন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আমিও একজন প্রার্থী। আশাকরি দল আমাকে নিরাশ করবে না। তিনি বলেন, ভৌগলিক ভাবে দক্ষিণ সুরমা যে উন্নয়ন দরকার স্বাধীনতার এতো বছরেও সেই উন্নয়ন হয়নি। দক্ষিণ সুরমার কাংখিত উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এজন্য তিনি সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, দৈনিক কাজির বাজারের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, দেশটিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ও আইনী সহায়তা সেল সিলেট-৩ এর সমন্বয়ক এডভোকেট আব্দুল হাই রাজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মখসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমদ, সদস্য জমির আলী, মহানগর ছাত্র দলের সদস্য সাগর খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা