জেলার জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও সিএনজিচারিত অটোরিকশার সংঘর্ষে মায়ারুন নেছা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশাচালক।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে জৈন্তাপুরের হরিপুর বাজার ও ফরিদা ব্রিজের মাঝামাঝি কুলাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মায়ারুন নেছা সিলেটের গোয়াইনঘাট উপজেলার লীমা কুটাপাড়া গ্রামের শহিদ আহম্মদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুরের হরিপুর বাজারের পাশেই কুলাই মোড় এলাকায় একটি ট্রাকের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার যাত্রী ছিলেন মায়ারুন নেছা। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং মায়ারুন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ
সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সিলেটভিউ-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ট্রাকচালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা