• ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে আলোচনা সভা

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের আয়োজনে বুধবার বিকালে শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ এর সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর আত্মজীবনী নিয়ে আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু, সদর উপজেলার আহ্বায়ক কমিটির সভাপতি জুলফিকার আলম, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলার সিনিয়র আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামূল হক এনাম, এডভোকেট সাদিকুর রহমান স্বপন প্রমুখ।

পরে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া পরিচালনা করেন যুবদল নেতা রিপন আহমদ।

সংবাদটি শেয়ার করুন