• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় মাঠে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

 

বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সহশিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ছমিউর রহমান, সুরমান আলী, খন্দকার মাখলুবুর রহমান, আব্দুল আহাদসহ বিদ্যালয় কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন