• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

বালুচরে প্রবাসীর ইমন প্লাজা মার্কেট দখল করে নেওয়ার হুমকি, থানায় জিডি

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫
বালুচরে প্রবাসীর ইমন প্লাজা মার্কেট দখল করে নেওয়ার হুমকি, থানায় জিডি

সিলেট নগরীর বালুচরে এক প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসী শামীম আহমদের কেয়ারটেকার সুহেল আহমদ থানায় সাধারন ডায়রি করেছেন। থানায় ডায়রি করায় নতুন করে হুমকির মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই প্রবাসী অভিযোগ করেছেন।  জানা গেছে, নগরীর বালুচর নতুন বাজারের ইমন প্লাজার মালিক শামীম আহমদ যুক্তরাজ্য প্রবাসী। বালুচর নতুন বাজারে মার্কেটসহ তার বেশ কিছু জমি রয়েছে। মার্কেটে রয়েছে তার ভাড়াটে ও আবাসিক লোকজন।  ৫ আগষ্টের পর থেকে একটি চক্র তার ভাড়াটেদের নানাভাবে হুমকি দমকি দিয়ে আসছে একটি চক্র।  সম্প্রতি বালুচর সোনারবাংলা এলাকার কথিপয় ব্যক্তিরা মার্কেটটি দখল করে নেওয়ার অব্যাহত হুমকি দিয়ে আসছেন।  গত ১ ফেব্রুয়ারি দখলবাজরা ইমন প্লাজায় গিয়ে হুমকি দামকি দেন।  এ সময় তার কেয়ারটেকার সুহেল আহমদকে মার্কেট থেকে চলে যাওয়ার হুমকি দেয়।  এমনকি  মার্কেট দখল করে নেবেন বলে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেন।  এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামের আরিফ উল্লাহর ছেলে সুহেল আহমদ শাহপরাণ থানায় সাধারন ডায়রি করেছেন। ডায়রি নং ২৩৩।   প্রবাসী শামীম আহমদ মুঠোফোনে সাংবাদিকদের জানান, ৫ আগষ্টের পর একটি চক্র এভাবে হুমকি দামকি দিয়ে আসছিল।  প্রশাসনের কঠোর সতর্কতার কারনে তারা পিছু হটে। নতুন করে হুমকি দামকিতে তার কেয়ারটেকার ভাড়াটে লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।  এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম জানান, প্রবাসীর পক্ষ থেকে জিডি করা হেেছ। বিষয়টি তারা তদন্ত করছেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন