• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

অবশেষে সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অবশেষে সুনামগঞ্জের এসপিকে প্রত্যাহার

সুনামগঞ্জ জেলার এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানসহ যশোর, নীলফামারী ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহার করা হয়েছে। খবর-সমকাল

 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়।

 

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগরবলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

সম্প্রতি স্যার না বলে সাহেব বলায় খেপে গিয়ে সমালোচিত হন এসপি আনোয়ার হোসেন খান। তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, এসপি আনোয়ার বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে গলা ধরে বের করে দিতে বলেন।

সংবাদটি শেয়ার করুন