
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মো: তারেকুর রহমান তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি গভীররাতে মোগলাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় তারেকুরকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।