স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শাল্লায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২:০১ মিনিটে শাল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, শাল্লা উপজেলা প্রেসক্লাব, বিএনপি ও সহযোগী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সংগঠন।
সকাল ৮টায় উপজেলায় প্রভাতফেরি ও ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের কনফারেন্স রুমে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনায় সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা সৌকত জামিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জামায়াতের আমির নুরুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা প্রেমবাসী দাশ, উদীচীর সভাপতি সহ: অধ্যাপক (অব) তরুণ কান্তি দাশ, বিএনপি নেতা আব্দুল করিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাকিবুল ইসলাম সহ আরো অনেকেই।
বিকালে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা