• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট কোতোয়ালী থানাধীন চারাদিঘীরপাড় জামে মসজিদের সামনে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৫, ২০২৫
সিলেট কোতোয়ালী থানাধীন চারাদিঘীরপাড় জামে মসজিদের সামনে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন চারাদিঘীরপাড় জামে মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিগত ০৪/০৮/২০২৪ ইং তারিখ বিকাল ৫.৩০ টায় নগরীর নয়াসড়ক পয়েন্টে বিএনপির সহ ছাত্র জনতা অবস্থান করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মী সহ অজ্ঞাতনামা আসামীগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিএনপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের আক্রমণ করে আহত করেন। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখা ১৬নং ওয়ার্ড এর সদস্য সচিব আলাল আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১১০-১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১নং আসামী করা হয় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। এ মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামী হলেন সিলেটের শীর্ষ সন্ত্রাসী সুনামগঞ্জের ১ আসনের সাবেক এম পি রনজিৎ সরকার, ২০নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগ এর সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৩নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান এবং সিলেট এমসি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইমাদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সাবেক চেয়ারম্যান আফসর আহমদ, যুবদল নেতা আলাল আহমদ বিগত ০৩/০৩/২০২৫ ইং তারিখে সোমবার কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার থানার মামলা নং-০৬, তারিখ-০৩/০৩/২০২৫ যাহার জি.আর. ৪০৫/২০২৫ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ দন্ডবিধি। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নুনু মিয়া, এ ঘটনায় আহত হয়ে মামলার বাদী আলাল আহমদ মারাত্মক কষ্টে দিনাতিপাত করিয়াছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও সরকারের সহযোগীতায় দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে বাদীর সাথে কথা বলে জানা যায় অদ্যাবধি তাহার বাম চোখের তখন কোন উন্নতি হয়নি। বর্তমানে তিনি তাহার বাম চোখে কিছু দেখতে পান না। তাহাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে প্রেরণ করা প্রয়োজন মর্মে ডাক্তার জানিয়েছেন। উক্ত ঘটনার বর্ণনা দিতে গিয়ে যুবদল নেতা আলাল আহমদ জানান ঘটনার তারিখ ও সময়ে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য আসামীগণ বাদী ও উপস্থিত ছাত্র জনতাকে হত্যার উদেশ্যে চৌহাট্টা পয়েন্ট হইতে সঙ্গবদ্ধভাবে ঘটনাস্থলে আসেন। এ সময় ১নং আসামী মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর হুকুমে সমূহ আসামীগণ দেশী ও বিদেশী বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করিয়া মারাত্মক আঘাত করেন। অন্যান্য আসামীগণ ককটেল সহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বাদী ও ছাত্র জনতাকে মেরে আহত করেন। বাদী আসামীগণের আঘাতের ফলে বাদীর বাম চোখে মারাত্মক আঘাত পান। আসামীগণের উক্ত ঘটনায় পথচারীসহ অন্যান্য লোকজনকে মারাত্মক আহত করেন। বাদী চিকিৎসা কাজে ব্যস্থ থাকায় ও আসামীগণের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা দায়েরে বিলম্ব হয়। তিনি উপযুক্ত বিচার চান মর্মে জানান।

সংবাদটি শেয়ার করুন