সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ফাহিম (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকা থেকে সিলেট কোতোয়ালি থানা ও দিরাই থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফাহিম উপজেলার তাড়ল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসাহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রযুক্তির সহযোগিতায় ফাহিমকে গ্রেপ্তার করার পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী আবুল হাসনাত চৌধুরী বলেন, গ্রেফতার ফাহিম অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আমাদের লোককে গুরুতর আহত করেছে। সে মামলায় গুলির চার্জের আসামী।
এ ব্যাপারে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ফাহিমের গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা