মৌলভীবাজারের বড়লেখায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ১৪০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বড়লেখা থানা পুলিশের একজন এসআই বাদি হয়ে এই মামলাটি করেছেন।
মামলার আসামিরা হলেন-ছাত্রলীগ কর্মী আলী শিপলু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সানি আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারী রকিব আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জামিল আহমদ, বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তায়েফ রাজা, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম আজির, সহসভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক আতাউল গণি উসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক আপ্তাব আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন মুন্না, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সুলতান আহমদ ও শামছুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সামনে রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক শ্লোগান ‘ছাত্রলীগ আসবে রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আবার আসবে’ শ্লোগান দিচ্ছে ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সীমানা দেয়ালে লাল রং দিয়ে বিভিন্ন স্লোগান লিখছে। এছাড়া রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে নিরাপত্তা বিঘ্নিত করে জানমালের ক্ষতিসাধন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পাইয়া এজাহার নামীয় আসামিরা সহ অজ্ঞাতনামা প্রায় ১৪০/১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ও সমর্থক বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। তখন দেয়াল লিখন কাজে ব্যবহৃত ৬টি ব্রাশ ও ৩টি টিনের লাল রংয়ের কৌটা জব্দ করে পুলিশ।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার রাতে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা