সিলেট গ্রামার স্কুলের বার্ষিক ও লেভেল এবং এ লেভেল গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল পঁচটায় সিলেট নগরীর হোটেল ক্রাউন পার্কের কনভেনশন হলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিয়ারসন (বাংলাদেশ ও নেপাল)-এর রিজিয়নেল ডেভলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন।
সিলেট গ্রামার স্কুলের অধ্যক্ষ শাশ্বতী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়ারসন (বাংলাদেশ)-এর রিজিয়নেল ডেভলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।
স্কুলের সিনিয়র শিক্ষিক নওরিন নবী চৌধুরীর স্বাগত বক্তব্য ছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিক জেসমিন আক্তার ও তাশমীম জাহান।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা কুদ্দুস, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম ও আবদুল কবির।
শিক্ষার্থীদের মধ্য হতে স্কুলের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন ফারদিন খান মেহরাব, রাজদ্বীপ দাশ, আবদুল্লাহ ফাইজান ও তাহমিদা রহমান।
গ্র্যাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষিক তাসফিয়া হোসেইন ও জুনিয়র শিক্ষিক মেহেুরু হেলাল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষক ফেরদৌসী, নিশু,জয়তী, দুর্দানা, দেলোয়ার, রানাসহ সকল শিক্ষকরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা