সিলেট মহানগর পুলিশের অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল চারটার দিকে তাদের মহানগরের কাষ্টঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোহেল মির্জা (৩৪) ও মো. রাসেল পাটোয়ারী (৩০)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা