• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অকটেন-পেট্রলে ৩, ডিজেলে কমল ২ টাকা, আর ১০ টাকা বাড়ল কেরোসিনে

Daily Jugabheri
প্রকাশিত মে ৩১, ২০২৫
অকটেন-পেট্রলে ৩, ডিজেলে কমল ২ টাকা, আর ১০ টাকা বাড়ল কেরোসিনে

দেশের বাজারে আরও এক দফা কমেছে ডিজেল, অকটেন ও পেট্রলের দাম।

ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ৩ টাকা কমিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।

শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।

সংবাদটি শেয়ার করুন