• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজনগরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ খুন,পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের আশঙ্কা

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
রাজনগরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ খুন,পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের আশঙ্কা

সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে পূর্ব শত্রুতার জেরে মছব্বির আলী (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষের একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আকস্মিকভাবে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মছব্বির আলী। স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, হামলাকারীরা এলাকার ক্ষমতাশালী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা অভিযোগ করেন, এ হত্যাকা- পূর্বপরিকল্পিত এর পেছনে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। বর্তমানে নিহতের পরিবারের অন্যান্য সদস্যও গুরুতর ঝুঁকিতে আছেন এবং যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এখনও পুলিশ কোনো অগ্রগতি জানায়নি।

সংবাদটি শেয়ার করুন