
আজিজন্নাহার ও শফিকুল ইসলাম। দুজনকেই বদলি করা হয়েছে।
সিলেটের সাদা পাথর লুটপাট নিয়ে সমালোচনার মধ্যেই কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদে ফের রদবদল করা হয়েছে। এবার নতুন ইউএনওকে যোগদানের আগেই বদলি করা হয়েছে।
সাদা পাথর লুটকালীন ইউএনও আজিজুন্নাহারকে বদলি করে ফেঞ্চুগঞ্জ পদায়ন করে সেখানকার ইউএনও শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ নিযুক্ত করা হয়েছিল। ২৪ ঘণ্টার মাথায় বদলির আদেশ আবার পরিবর্তন করে শফিকুল ইসলামকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এবং চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। বিভাগীয় কমিশনার বিষয়টি নিশ্চিত করলেও কারণ সম্পর্কে কিছু বলেননি।
তবে সংশ্লিষ্ট দপ্তর সূত্র বলেছে, ঊর্ধ্বতনদের বদলির নির্দেশনায় বিভাগীয় কমিশনার নতুন ইউএনও নিযুক্ত করেছিলেন। কিন্তু নতুন ইউএনও নিযুক্তির আগে অবহিতকরণ না করায় ২৪ ঘণ্টার মধ্যে রদবদল করা হয়েছে।
প্রসঙ্গত, সাদা পাথর লুটকাণ্ডে গত সোমবার সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদকে ওএসডি হওয়ার পরই কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলির আদেশ হয়। লুটের ঘটনায় তদন্তকালে তাকে সরিয়ে দেওয়া নিয়ে পরিবেশবাদীদের মধ্যে প্রশ্ন ওঠেছিল। এমন অবস্থায় নতুন ইউএনও নিযুক্তির ২৪ ঘণ্টার মধ্যে বদলির নতুন আদেশ হলো।