• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে ৩ ছিনতাইকারী আটক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
ওসমানীনগরে ৩ ছিনতাইকারী আটক

সিলেটের ওসমানীনগরে শাহ জাহান (২৬), মিজান মিয়া (৩৫) ও বেলাইত হোসেন রাজু (২৫) নামের ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর সেতু উত্তরপার হতে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশ তিন ছিনতাইকারীদের আটক করে।

এ সময় তাদের নিকট থেকে একটি সিএনজি অটোরিকশা, ৫টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ।

আটককৃত শাহ জাহান মোগলাবাজার থানার শরিষপুর (সিলাম খালপার) এলাকার রফিক মিয়ার ছেলে, মিজান মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার মাছুখালি গ্রামের মৃত কামাম মিয়ার ছেলে এবং বেলাইত হোসেন রাজু সিলেটের মোগলাবাজার থানার গঙ্গাপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে শনিবার ওসমানীনগর থানায় একটি (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন