• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
কোম্পানীগঞ্জে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর থেকে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থান পুলিশ। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় নারাইনপুর গ্রামের লতিব আলীর ঘর থেকে এই মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নারাইনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় লতিব আলীর ঘরে তল্লাশী করে খাটের নিচে ১৭ বস্তা ভারতীয় মাদক দেখতে পান। পরে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ভর্তি বস্তা উদ্ধার করে থানার নিয়ে যান। সেখানে গননা করে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পুলিশ জানায় এর আগে শনিবার ভোর রাতে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে নিয়ে আসেন মাদক কারবারীরা। এগুলো সুযোগ বুঝে তারা দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। এই সুযোগের আগেই পুলিশ মাদকগুলো আটক করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামে চলছে এমন মাদকের রমরমা ব্যবসা। রাতদিন ভারত থেকে বাংলাদেশে মদ ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন মাদকের চালান নিয়ে আসছেন চিহ্নিত মাদক কারবারীরা। মাদকের ব্যবসায় এখন জড়িয়ে পড়ছেন উড়তি বয়সী তরুণ ও যুবকরা। দিন দিন বাড়ছে মাদক কারবারীর সংখ্যা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ জানান ৭৯৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এর সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  করা হবে।

সংবাদটি শেয়ার করুন