• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে উদ্বোধনী দিনে ১১৭ জনকে দেয়া হয় করোনা টিকার ২য় ডোজ

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১
ছাতকে উদ্বোধনী দিনে ১১৭ জনকে দেয়া হয় করোনা টিকার ২য় ডোজ

ছাতক প্রতিনিধি :::
সারা দেশের ন্যায় ছাতকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাতক হাসপাতালের নতুন ভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করে টিকা গ্রহন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী ও ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন করোনা টিকার ২য় ডোজ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী জানান, করোনা টিকার ২য় ডোজ দেয়া শুরু করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেয়া কার্যক্রম চলবে। করোনা টিকার ২য় ডোজ গ্রহনের জন্য করোনা টিকার কার্ড ও জাতীয় আইডি কার্ডের ফটো কপি সাথে আনতে হবে। প্রথন দিন ১১৭ জন করোনা টিকার ২য় ডোজ গ্রহন করেছেন।

সংবাদটি শেয়ার করুন