• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিক হেলাল চৌধুরীর জ্বালাময়ী স্ট্যটাস !

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১১, ২০২১
সাংবাদিক হেলাল চৌধুরীর জ্বালাময়ী স্ট্যটাস !

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক বাংলাদেশ মানবধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেইসবুক ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি হেলাল চৌধুরী তার ফেসবুক পেইজে দিয়েছেন এক জ্বালাময়ী স্ট্যটাস ,

যা পাঠকদের সুবিধার্থে হুবুহু তুলে ধরা হলো……

আমি গুনীজন সম্পর্কে অপপ্রচার করি? আমার প্রশ্ন গুনীজন কারা?

মানব জাতীর মধ্যে সর্বোত্তম গুনের অধিকারী আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) উনার গুনাবলীর ২% ও যদি কারো মাঝে থাকে আমি তাকে ও গুনীজন বলে ধরে নেবো, এবার আসি আসল কথায়।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গুনী ব্যক্তি ছিলেন আমি উনার সম্পর্কে কি কোন মন্তব্য করেছি? জাতীর জন‌কের সু‌যোগ‌্য কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সম্প‌র্কে কি কোন মন্তব‌্য ক‌রে‌ছি? এমন প্রমান কি কারো কাছে আছে?

নবাব সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, স্যার আবদুল হালিম গজনবী, এ কে ফজলুল হক, নবাব আবদুল লতিফ, হাজী শরীয়তউল্লাহ, রফিক উদ্দিন আহমেদ , আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিউর রহমান, মুহম্মদ কুদরাত-এ-খুদা, মাওলানা ভাষানী, হোসেন শহীদ সোরওয়ার্দি,

তাজ উদ্দিন আহমদ,সৈয়দ নজরূর ইসলাম, কাজী নজরুল ইসলাম,সৈয়দ আশরাফ, জিল্লুর রহমান, মাননীয় রাষ্ট্রপ‌তি এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, মাওলানা আহমদ শফী,

সিলেটের আতাউল গনি ওসমানি, আব্দুস ছামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, ফরিদগাজী, হুমায়ুন রশিদ চৌধুরী, এম সা্ইফুর রহমান, বদরউদ্দিন কামরান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আসাদ উদ্দিন আহমদ, লুৎফুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন খান, আজাদুর রহমান আজাদ, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ,

গোলাপগঞ্জের কৃতি সন্তান এম সি চৌধুরী, মছরুর করিম চৌধুরী, সিরাজুল জব্বার চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, রফিক আহমদ, নার্জিস চৌধুরী, এফ আর চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী, আব্দুল জব্বার (বারকুট) ছালিক চেয়ারম্যান (ভাদেশ্বর) বারকুটি হুজুর, পালপাড়ী হুজুর, বাঘার হুজুর, আমকুনী হুজুর,
উনারা ই তো গুনীজন ।  উনাদের বিরোদ্ধে কি কোন সমালোচনা করেছি?

আমি কোন গুনী ব্যক্তির অসম্মান করলাম কারো জানা থাকলে কমেন্ট করে জানান।

সংবাদটি শেয়ার করুন