• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আলমগীর প্রবাসে গেলেও এলাকার কল্যাণে কাজ করে যাবে : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
আলমগীর প্রবাসে গেলেও এলাকার কল্যাণে কাজ করে যাবে : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

‘‘আমি আলমগীরকে তার জন্মলগ্ন থেকে দেখে আসছি, সমাজসেবা থেকে শুরু করে এলাকার বিভিন্ন উন্নয়ন ও মানুষের সেবা দানে তার ছিলো সরব উপস্থিতি, একজন মেধাবী ছাত্রনেতা আলমগীর, সে ছাত্রজীবন থেকে কল্যাণমুখী রাজনীতি করে আসছে, একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে তার রয়েছে ব্যাপক পরিচিতি, আলমগীর প্রবাসে গেলেও এলাকার কল্যাণে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস’’ বুধবার সন্ধ্যায় সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদ রাজুর উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা তাঁতী লীগ সাবেক সদস্য মির্জা দুলাল আহমদ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মহিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুল মমিন পান্না, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ফয়সাল আহমদ, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমন হোসেন, সংগঠক টিপু বকস্, ফরহাদ আহমদ, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিব তালুকদার, ছাত্রলীগ নেতা সাজেদ আহমদ, হামিদুল ইসলাম ফাহাদ, সমাজসেবী জে কে হাবিব, আলি নেওয়ার সামী, খাদেজ আহমদ, সুদীপ দেব, ওসমান তাওহীদ কবির প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন