• ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিনের মনোনয়নপত্র জমা

Daily Jugabheri
প্রকাশিত মে ২৩, ২০২৩
২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিনের মনোনয়নপত্র জমা

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও একাত্তরের কথার উপ সম্পাদক সাংবাদিক মঈন উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মঈন উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

মনোয়নপত্র জমাদান শেষে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে মঈন উদ্দিন বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জয়লাভ করলে ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিত উন্নয়নমুলক কাজ তিনি করে যাবেন । ২৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ও করেন তিনি । প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন