
সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি আর খুলে না দেওয়ার বক্তব্য দেওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিক-জনতা দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে ভুয়া-ভুয়া স্লোগান দিয়েছে।
শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে জাফলংয়ের এই ঘটনা ঘটে।
দুপুরে জাফলংয়ের পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিদর্শনকালে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলং এর অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেবে না সরকার।
তিনি বলেন, জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি হলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।
এদিকে উপদেষ্টাদের এই বক্তব্যের পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত শ্রমিক-জনতা। তারা দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে তাদেরকে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকে।
আটকে থাকা উপদেষ্টাদের উদ্ধার করতে পুলিশ এগিয়ে এলে তাদের সঙ্গে শ্রমিক-জনতার হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন দুই উপদেষ্টা।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, “আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।”
গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।”