• ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত শিবিরের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ২, জিহাদী বই ও ককটেল উদ্ধার, মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৫

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ ধাওয়া করে ২ জনকে আটক করে। পরে অভিযান চালিয়ে অনেক জিহাদী বই ও ককটেল উদ্ধার করে। এ ঘটনায় গতকাল এসআই আনোয়ার উল্ল্যাহ বাদী হয়ে বড়লেখা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
মামলা আসামীরা সবাই মোৗলভীবাজার জেলার বড়লেখা থানার বাসিন্দা। তারা হলেন- পাখিয়ালা গ্রামের ই¯্রাব আলীর পুত্র মো: সাইফুল ইসলাম (২৬), হিনাইনগর গ্রামের নুরুল ইসলাম নুরুর পুত্র মো: কবির আহমদ (২৩), বর্নি সৎপুর গ্রামের মৃত মোবার আলীর পুত্র কামল মিয়া (২৫), গ্রামতলা গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র আব্দুল বাছিত (২২), ছিকামহল গ্রামের ইব্রাহীম আলীর পুত্র আ: রব, পাখিয়ালা গ্রামের আব্দুস শহীদের পুত্র হাসনাত আহমদ শাকিল, উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের ওসমান আলীর পুত্র জুবের আহমদ (২৪), কটালপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র শাহিন আহমদ, বিছরাবন্দ গ্রামের আ: রহমানের পুত্র আ: কাইয়ুম, দক্ষিণ হরিপুর গ্রামের আ: খালিকের পুত্র অলিউর রহমান, কাটালতলী গ্রামের অলিউর রহমানের পুত্র আব্দুল আহাদ রফুল (২৪), বারইগ্রামের নুরুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম, রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদ আলীর পুত্র রবিউল ইসলাম সুহেল (২২), মুছেগুল গ্রামের মৃত আ; শুকুরের পুত্র নিজাম উদ্দিন (২৬), বারইগ্রামের মো: আব্দুল্লাহর পুত্র আবুল হাসান, কাটালতলী গ্রামের লিয়াকত আলীর পুত্র তাজুল ইসলাম, মুছেগুল গ্রামের আ: শুক্কুরের পুত্র আছাব উদ্দিন, গ্রামতলা গ্রামের ফিরোজ মিয়ার পুত্র ফারুক আহমদ, গাজীটকার মৃত তছব্বর আলীর পুত্র ছাদ উদ্দিন, হিনাইনগরের মুহিব আলীর পুত্র মঈন উদ্দিন, পাখিয়ালা গ্রামের মুসলেহ উদ্দিনের পুত্র মান্না, গাজিটেকা গ্রামের অব্দুল করিম মোল্লার পুত্র কয়েছ উদ্দিন, নজিরের চক গ্রামের মো: ছাত্তারের পুত্র সইফ উদ্দিন কুটুল।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বড়লেখা উপজেলা পরিষদের সামনে জামায়াত শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশে তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম সেবুল ও কবির আহমদ নামে দুইজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জেহাদী বই, জামায়াত-শিবিরের সাংগঠনিক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে। এ ঘটনায় গতকাল ১৫ ডিসেম্বর এসআই আনোয়ার উল্ল্যাহ বাদী হয়ে বড়লেখা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এ মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ১৫/১২/২০১৫ ইং।
মামলার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামায়াত শিবির নেতাকর্মীরা পৌর নির্বাচনে নিজেদের শক্তি প্রদর্শন ও ভোটকেন্দ্র দখল করার উদ্দেশ্যে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে ২ জনকে আটক করছে। পরে পুলিশ অভিযা চালিয়ে বিপুল পরিমান জেহাদী বই ও ককটেল উদ্ধার করছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন