• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিববাড়িতে রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডস্ এর শাখা উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
শিববাড়িতে রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডস্ এর শাখা উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডস্ এর শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডস্ শাখার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া হিরা মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ছয়েফ খান, কবির আহমদ, শিশু মিয়া, জলিল মিয়া, আপ্তাবুর কামাল রেকি, শাহিন মিয়া, শানুর মিয়া, লয়লু মিয়া, আলী আছকর, শাহেদ আহমদ, রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডস্ শিববাড়ি শাখার পরিচালক মির্জা এম বেলাল আহমদ ও পরিচালক আবুল বাশার।
অন্যান্যের মধ্যে রাজ মহলের জিএম মহি উদ্দিন আহমদ, রবিউল ইসলাম, মখতার মিয়া, নাছির আহমদ, লায়েক আহমদ, মিহাদ আহমদ, রুকন আহমদ, রাজন আহমদ, শরীফ আহমদ প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন