• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধরিয়ে দিন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২১
ধরিয়ে দিন

এতদ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, ছবির ব্যক্তিদ্বয়ের নাম মোঃ খায়রুজ্জামান আকিব(২৪) ও মোঃ সাইদুর রশিদ(২৩)। তাহারা যথাক্রমে সিলেটের দক্ষিণ সুরমা থানার আলোচিত রনি মিয়া হত্যা মামলার ১ ও ২ নং আসামি। দক্ষিণ সুরমা থানায় তাহাদের নামে হত্যা মামলা রয়েছে। যাহার জি.আর. মামলা নং-৫৩৮/২০২১ ইং।

তাহাদের ঠিকানাঃ ১। মোঃ খায়রুজ্জামান আকিব(২৪), পিতা- আব্দুল মালিক, সাং- লক্ষীপুর, থানা- দক্ষিণ সুরমা, ২। মোঃ সাইদুর রশিদ(২৩), পিতা- মোঃ জানু মিয়া, সাং- বালুচর, থানা- শাহপরাণ (রহঃ), উভয় জেলা- সিলেট। বর্তমানে তাহারা পলাতক। কোন সচেতন ব্যক্তি ছবির ব্যক্তিদ্বয়কে দেখে থাকলে অথবা তাহাদের অবস্থান সম্পর্কে অবগত থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ বা প্রশাসনের এ জরুরি নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হইল। এই কাজের সহযোগিতার জন্য সহযোগী ব্যক্তিকে পুরস্কৃত করা হইবে এবং তাহার গোপনীয়তা রক্ষা করা হইবে।

আদেশক্রমে
দক্ষিণ সুরমা থানা প্রশাসন।
তাহাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।
মোবা নং:- ০১৮৩৭-১৯১০৬২

সংবাদটি শেয়ার করুন