• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হযরত শাহজালাল (রহঃ) মাজারের পক্ষে লাল মাস্তান (রহঃ) মাজারে গিলাফ প্রদান

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২২
হযরত শাহজালাল (রহঃ) মাজারের পক্ষে লাল মাস্তান (রহঃ) মাজারে গিলাফ প্রদান

হযরত শাহজালাল (রহঃ) মাজারের পক্ষ থেকে লাল মাস্তান (রহঃ) এর মাজারে গিলাফ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি ) বাদ যোহর হযরত শাহজালাল মাজারের পক্ষে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শেখ জলাল ফরিদ উদ্দীনের নেতৃত্বে ৫টি গিলাফ প্রদান করা হয়। গিলাফ প্রদান শেষে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হযরত শাহজালাল মাজারের মোতাওল্লী ফতেহ উল্লাহ আল-আমান জঙ্গি সাহেব, বাংলাদেশ ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শামন মাহমুদ খান, বাংলাদেশ ৩৬০ আউলিয়া ভক্ত বৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুল কুদ্দুসসহ সকলের সুস্থতা কামনা চেয়ে দুআ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বদরুল, কেন্দ্রীয় সদস্য বাবুল মিয়া, মনির মিয়া, লিলু মিয়া, আফতাবশাহ্ (রহ) মাজারের খাদেম মো. লিলু মিয়া, রাজনগর থানার সভাপতি ইস্কন্দর চৌধুরী,বালাগঞ্জ থানার সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, থানার সদস্য শাহেদ আহমদ, লেচু মিয়া, জলাল মিয়া প্রমুখ। দুআ পরিচালনা করেন মাওলানা মো. গোফারানুল কারিম আল-কাদে্রী। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন