• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ব্যবসার মূলধন সততা আর সুন্দর ব্যবহার : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২
ব্যবসার মূলধন সততা আর সুন্দর ব্যবহার : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

‘‘একটি ব্যবসায়ী সমিতি হচ্ছে একটি পরিবার, সমিতির যেকোনো সদস্য তার বিপদ আপদে সংগঠনকে পাশে পাবে, সংগঠনের কাছ থেকে নানাবিধ সুবিধা পাওয়ার অধিকার রাখে, সংগঠনের মূল নেতৃত্বে যারা থাকেন, তারা যদি সৎ ও নিষ্ঠাবান হন. তাহলে ঐ সংগঠন আরো এগিয়ে যাবে, ব্যবসার মূলধন হচ্ছে নৈতিকতা.সততা আর সুন্দর ব্যবহার, এ তিনটি যদি কোনো ব্যবসায়ীর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ব্যবসায় লাভবান হওয়ার পাশাপাশি আরো উন্নতি সম্ভব’’

 

শুক্রবার রাত সাড়ে ৮টায় সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের হযরত শাহজালাল(রঃ)সেতুর কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি ২০২২-২০২৫ ইং সনের নব নির্বাচিত কমিটির অভিষেক,পরিচিতি সভা ও প্রত্যয়নপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক।

 

 

সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মালেকের পরিচালনা ও সংগঠনের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রত্যয়নপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী আলতা মিয়া, হিরা মিয়া।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, কদমতলীর বাসিন্দা তরুণ সমাজসেবী মির্জা আলী আশরাফ, সংগঠনের সভাপতি মো. মাসুক মিয়া, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলাল আহমদ মোহন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সমিতির সিনিয়র সহ-সভাপতি মির্জা এনামূল হক এনাম, সহ-সভাপতি আব্দুল মুমিন,ছাদেক আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ রাজন আহমদ, সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অছিউর রহমান(অমি), সমাজ সেবা সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক অপু চন্দ, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন