
নিজস্ব প্রতিবেদক :::
সিলেটের জৈন্তাপুরে মোটর সাইকেল চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে এক চুর আটক হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় তাকে আটক করা হলে সে তার বাড়ি সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলমপুর বললেও আলমপুরবাসী তাৎক্ষনিক প্রতিবাদ জানান। আলমপুরের বেশ কয়েকজন বাসিন্দা স্যোশাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এ চুরের বাড়ি গোটাটিকর পূর্বপাড়া এলাকার কোনাপাড়ায় বলে মত প্রকাশ করেন। আটক মোটর সাইকেল চুরের নাম কয়েস বলে জানা গেছে। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সিলেট শহর ও আশপাশ এলাকা থেকে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। কদমতলী এলাকার প্রবীণ মুরব্বী সাবেক বিডিআর সদস্য কবির আলীর মোটর সাইকেল চুরিসহ কদমতলীর আরেক বাসিন্দা সাংবাদিক এম এ মালেকের মোটর সাইকেলও চুরি হয়। এ ছাড়া আলমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মজলিসপুর এলাকার আমিনুল হকের মোটর সাইকেল চুরি হয়।