• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সমাবশে অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সমাবশে অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৭০৭ এর জেলা কার্যকরি কমিটির উদ্যোগে প্রতিনিধি সমাবশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর শনিবার দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ একটি সেন্টারের হল রুমে এ প্রতিনিধি সমাবশে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় প্রতিনিধি সমাবশে কোরআন তেলাওয়াত করেন মো. খলিল মিয়া।

বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহ-সভাপতি মো. আবুল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান নির্বাচন কমিশনার মানিক খান, কোষাধ্যক্ষ মামুন মিয়া, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, মো. মানিক মিয়া, সুজন মিয়া, লিটন মিয়া, এম এ বরকত আলী, এপল আহমদ, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৭০৭ এর খালোরমুখ উপ কমিটির সভাপতি মো. খলিল, টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নূরুল ইসলাম খান, মাইজগাও উপ পরিষদের সভাপতি মতিন মিয়া, উপশহর উপ-পরিষদের আহবায়ক খোকন আহমদ,  বিশ^নাথ দক্ষিণ পাড়ের উপ-পরিষদের সভাপতি এবায়দুল খান, সালুটিকর উপ পরিষদের সাবেক সম্পাদক রফিক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন,  সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৭০৭ এর বিরুদ্ধে একটি অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, আমরা সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দরা এক হয়ে সেই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি, দলমত নির্বিশেষে আমরা আমাদের সংগঠনের ঐতিহ্য ধরে রাখবো, আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠনের সদস্যদের উপর গত কয়েকদিন আগে হামলা চালানোর চেষ্টা হলে তা ব্যর্থ হয়, আমরা রাজনীতি বুঝিনা, কেউ রাজনীতির লেবাছে এসে আমাদের সংগঠন থেকে ফায়দা হাসিল করতে পারবেনা ।   প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন