সিলেটের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমার কদমতলীর বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে যে বা যারা প্রাণনাশের হুমকি দিয়েছে, তা অত্যান্ত ঘৃনিত ও নিন্দনীয় অপরাধ, হুমকিদাতাদের জরুরী ভিক্তিতে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি জরুরী। প্রেস-বিজ্ঞপ্তি।