• ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ওরা আমাদেরই ভাই……..!

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৩
ওরা আমাদেরই ভাই……..!

এম এ মালেক :::
‘‘মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, বাঁচবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়, মানুষতো খেলনা নয়’’ প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ীর সুরে আর শিল্পী মোঃ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া এ কালজয়ী গানের মতো ছবিতে রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের সাথে থাকা সুন্দর মুখগুলোর জীবন।

এরা সবাই বাক-শ্রবণ-প্রতিবন্ধী (বধির), কেউ কথা বলতে পারেনা। প্রতিটি মুখ চলমান জীবন যুদ্ধের এক এক জন অগ্রসরমান সৈনিক। বিভিন্ন পেশায় যুক্ত থাকা এ মানুষগুলো এখন আর পরিবারের বোঝা নয়। এক সময়ে মায়ের গর্ভ থেকে এ পৃথিবীতে আসার পর অনেক লাঞ্চনা আর অবহেলা করা হতো এদের মতো কারো ভাই, কারো সন্তানকে। এখন আর সেই সময় নেই। সময়ের পালাবদলে আজকের আধুনিক যুগে তিলে তিলে নিজেদের তারা কর্মঠ হিসেবে গড়ে তুলেছে।

হয়েছে স্বাভলম্বী। আপনার আমার মতো তারাও সংসার জীবনে এগুচ্ছে। গড়ে তুলেছে সামাজিক সংগঠন। সিলেটে তাদের সংগঠনের নাম সিলেট বধির সংঘ। কিন্তু আমরা এখনও তাদের প্রকৃত মূল্যায়ন করতে পারছিনা। সিলেট বধির সংঘের নেই কোনো স্থায়ী কার্যালয়।

বিভিন্ন স্তরে তারা আবেদন জানিয়ে আসলেও আজও তারা পায়নি স্থায়ী কোনো কার্যালয়ের স্থান। সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন এমনই এক মানবপ্রেমী।

যার কাছে কেউ কিছু আবদার করলে তিনি নিরাশ করেন না। গতকাল বধির সংঘের সদস্যরা উনার অফিসে এসে হাজির হয়ে ইশারা ইঙ্গিতে তাদের কার্যালয়ের কথা জানালে তিনি তাদের আশ^াস আর প্রতিশ্রুতি দেন। সিলেট সিটি কর্পোরেশনের মাসিক সভায় এ বিষয়টি তিনি উত্তাপন করবেন। তাদের দাবি পূরণে তিনি কাজ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন