• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে আবারও ভারতীয় চিনির বড় চালান আটক

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪
সিলেটে আবারও ভারতীয় চিনির বড় চালান আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনি আমদানি কিছুতেই থামছে না। প্রশাসনের নানা তৎপরতা সত্ত্বেও বেপোরোয়া চোরাকারবারীরা। এবারভোরতীয় চিনির আরেকটি বড় চালান জব্দ করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৬৮ বস্তা ভারতীয় চিনি ও একটি কার্গো ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার থেকে অভিযান চালিয়ে চোরকারবারিদের আটক ও পণ্য জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।  আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ছত্রজিতপুরের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও মো. আমির মিয়ার মিয়ার ছেলে মো. বাবু সাদ্দাম (৩০)। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশে আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন