• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক এক ছাত্রদল নেতার বাড়ীতে একদল দুর্বৃত্ত কর্তৃক হামলার অভিযোগ উঠছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে জগন্নাথপুর উপজেলার বাউধরনের বেরী গ্রামের মো: আব্দুল আহাদের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিবের বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার বাউধরনের বেরী গ্রামের সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিব কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে গত ১৮ ফেব্রুয়ারী সিলেটের সাইবার ট্রাইব্যুনালে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার হোসেন সাকিব উক্ত মামলার ২নং আসামী। তৎকালিন আদালত মামলাটি আমলে নিয়ে দ্রুত রিপোর্ট দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে চলমান ছাত্র আন্দোলনে তিনি ছাত্র-জনতার পক্ষে সব সময় সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়ীতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিবের বাড়ীতে হামলা চালানো হয়েছে। ঐ সময় তার বাড়ীতে কেউ না থাকায় সন্ত্রাসীরা ইচ্ছামতো ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ নানা মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।  এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, আমার এলাকায় কারো বাড়ীতে হামলার খবর পাইনি। খোঁজ নিয়ে দেখবো। এছাড়া কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন