• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত মে ২১, ২০২৫
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামূলকভাবে দুর্বল। ভূমিকম্প এমন এক দুর্যোগ যা কোনো পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।

আজ বুধবার ঢাকায় বিয়াম মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। তিনি বলেন, নিয়মিত মহড়া ও জনগণের সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে আমাদের আরো জোর দিতে হবে।

উপদেষ্টা বলেন, জনসংখ্যার অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যার চাপ, ভৌগোলিক অবস্থান ও বাস্তবতা বিবেচনায় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ঝুঁকিহ্রাসের সাথে জড়িত সকল সংস্থাকে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। ভূমিকম্প মোকাবেলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোডের যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশস্থ ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারাত্নে বক্তব্য রাখেন। ‘শহরভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পের প্রস্তুতি’ এর ওপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল আহসান।

সংবাদটি শেয়ার করুন