
যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাব্বির আলী কে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার বার অভিযান পরিচালনা করেছে৷ তার বিরুদ্ধে বিস্ফোরক আইনেসহ বিভিন্ন ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৩১, তারিখ-১৬/১১/২০২৪,
কোতোয়ালি জি.আর ৫১২/২০২৪,ধারা ১৪৮/ ১৪৯ / ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯ / ১১৪, দক্ষিণ সুরমা থানায় মামলা নং ০৩/২০২৪, জি.আর- ১৯/২০২৪ ধারাঃ ১৪৭ /১৪৮/ ১৪৯ / ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬ / ৩০৭, দক্ষিণ সুরমা থানায় মামলা নং ০৩,তারিখ ০৭/ ১১/ ২০২৪, জি.আর ১১৮/২০২৪,ধারা ১৪৭ / ১৪৮/ ১৪৯ / ৩২৩ / ৩২৪ / ৩২৬ / ১১৪ / ৩৪ সহ ৩টি মিথ্যা দায়ের করা হয়েছে।
এ সকল মামলার আসামি হয়ে মোহাম্মদ মোকাব্বির আলী ফেরারি জীবন যাপন করছেন। এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে তার বাড়িতে অভিযান চালিয়েছে। এসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাব্বিরের পরিবারের থাকা বৃদ্ধা মা, ছোট ভাই ও বোনের সাথে দূর্ব্যবহার করে।
গত ৪ই আগষ্ট দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল সিলেট মহানগর যুবলীগের সদস্য ও ২৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাব্বির আলী বাড়িতে অভিযান পরিচালনা করে৷ পুলিশ সূত্র জানায়, অভিযুক্তকে বাড়িতে না পাওয়ায় অভিযান তৎক্ষণাৎ ব্যর্থ হয়েছে। থানা অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোহাম্মদ মোকাব্বির আলীকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অনুসন্ধান চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, যেকোনো মূল্যে তাকে আইনের আওতায় আনা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ভয়ে মোহাম্মদ মোকাব্বির আলী কিছুদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তার নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিবার উদ্বিগ্ন। পরিবার দাবি করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সময়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।