
বিস্ফোরক আইনের মামলায় আসামি — আইনশৃঙ্খলা বাহিনী বাড়িতে অভিযান চালিয়েছে
যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র দলের সহ সাধারন সম্পাদক এবং জেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান আল আমিন (২৮) কে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে দক্ষিণ সুরমা পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা নং: ৩/১১৮, জি.আর. নং: ৫০/২৪ এবং জি.আর. ৫৮৭/২৪ এ বিস্ফোরক আইনের মামলা দায়ের রয়েছে।এ ছাড়া ঢাকা মতিঝিল থানা ও চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা রয়েছে!
পুলিশ সূত্র জানায়, অভিযুক্তকে বাড়িতে না পাওয়ায় অভিযান তৎক্ষণাৎ ব্যর্থ হয়েছে। থানা অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাহবুবুর রহমান আল আমিন কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, যেকোনো মূল্যে তাকে আইনের আওতায় আনা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ভয়ে মাহবুবুর রহমান আল আমিন কিছুদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তার নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিবার উদ্বিগ্ন। পরিবার দাবি করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সময়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।
মাহবুবুর রহমান আল আমিন দক্ষিণ সুরমা উপজেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত নেতা। তিনি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তার রাজনৈতিক ভূমিকা ও জনসম্পর্কের কারণে এই মামলা ও গ্রেফতারের ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা তদন্ত ও গ্রেফতারের কার্যক্রম যথাযথভাবে চালাচ্ছে এবং জনগণকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া পুলিশ আশা করছে, সম্প্রদায়িক শান্তি বজায় রাখতে স্থানীয়রা সহায়তা করবে