• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আইনগত বিজ্ঞপ্তি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪
আইনগত বিজ্ঞপ্তি

যুগভেরী ডেস্ক ::: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট। বিষয় : পলাতক আসামীকে আদালতে হাজির করার বিজ্ঞপ্তি।
গ্রেফতারী পরোয়ানা

ফৌজদারী কার্যবিধি ৭৫ ধারা মোতাবেক,
সূত্রঃ কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬ (০৮) ২০২৩ইং তারিখ-২১/০৮/২০২৩ইং, জি.আর মামলা নং-২৫৫/২০২৩ ইংরেজী ধারাঃ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৪ দন্ডবিধি।

১। যে ব্যক্তি বা ব্যক্তিদিগকে এই ওয়ারেন্ট তামিল করিতে হইবে তাহার নাম বা তাহাদিগকের নাম ও পদমর্যাদাঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানা, জেলা- সিলেট।

প্রতি
আসামী এস, এম, মাইদুল ইসলাম, পিতা- আব্দুল হক হাওলাদার, স্থায়ী ঠিকানা- কলসগ্রাম, থানা-বরিশাল, জেলা-বরিশাল, এ/পি- বাসা হোল্ডিং-৬৫, ব্লক-ই, রোড নং-৩, উপশহর, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট ।

২। অপরাধ বর্ণনা করিবেন, আসামী এস, এম, মাইদুল ইসলাম এর বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ রহিয়াছে। এখন আপনার প্রতি আদেশ যে আপনি আসামী এস, এম, মাইদুল ইসলামকে গ্রেফতার করিয়া অত্র আদালতে হাজির করিবেন উহাতে যেন ত্রুটি না হয়।
আদেশ ক্রমে স্বা/অপাঠ্য
মোয়াজ্জেম হোসেন

মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
আদালত, সিলেট।
তাং- ২৭/০৩/২০২৪ইং

সংবাদটি শেয়ার করুন