• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সবুজ সিলেট সম্পাদকের নানির জানাজা আজ

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৭, ২০২১
সবুজ সিলেট সম্পাদকের নানির জানাজা আজ

যুগভেরী ডেস্ক :::: দৈনিক সবুজ সিলেট এর সম্পাদক মুজিবুর রহমানের নানি নেহার বিবির জানাজা আজ বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তাকে মসজিদ সংলগ্ন গোরস্তানে দাফন করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে বার্ধ্যক্যের কারণে নেহার বিবি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও নাতি-নাতনি রেখে গেছেন। নেহার বিবি বিয়ানীবাজারের বালিঙ্গা কুনা শালেশ^র গ্রামের মরহুম ছানুওর আলী খান ছনই মিয়া লন্ডনীর স্ত্রী। মরহুমার ২ ছেলে আমেরিকা প্রবাসী নুরুল হক খান ও কানাডা প্রবাসী বাবরুল হক খান দেশে আসার পর আজ জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন