• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় সনাতন ধর্মালম্বীদের হামলায় যুবক নিহত

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
বড়লেখায় সনাতন ধর্মালম্বীদের হামলায় যুবক নিহত

বড়লেখা প্রতিনিধি : 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের হামলায় এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলার রতুলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। হামলায় নিহত রমজান আলী (২৮) বড়লেখার রাঙ্গাউটি গ্রামের মো. ইউছুফ আলীর ছেলে। এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) বড়লেখা থানায় ইউছুফ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- একই গ্রামের সুধীর চন্দ্র দাশের ছেলে সুমন দাশ (৩৩), সুজন চন্দ্র দাশ (২৮) ও সুবল চন্দ্র দাশ (২১)। মামলা দায়েরের পরপরই আসামি সুমন দাশকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন এখনো ধরা পড়েননি।

মামলা সূত্রে জানা গেছে, সুমনদের সঙ্গে বাদী ইউছুফ আলীর পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে সুজন তার স্ত্রীকে ইউছুফের ছেলে রমজান আলী এবং তার দুই বন্ধু কয়েছ উদ্দিন ও ইসলাম উদ্দিন মিলে অপহরণ ও ধর্ষণ করেছেন মর্মে মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইউছুফের ছেলে রমজান ও বাকি দুই আসামি জামিনে ছিলেন এবং আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। এরই মাঝে গত মঙ্গলবার বিকালে মো. শামছু মিয়া নামের স্থানীয় একজনের সঙ্গে রতুলী বাজার থেকে বাড়ির ফেরার পথে রমজান হামলার শিকার হন। রতুলী বাজারের উত্তর পাশের নির্জন একটি মোড়ে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন, সুজন ও সুবল ধারালো অস্ত্র নিয়ে রমজানের উপর ঝাঁপিয়ে পড়ে কুপিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে চলে যান। খবর পেয়ে ইউছুফ আলী দ্রুত গিয়ে রমজানকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুজ্জামান এ প্রতিবেদককে বলেন- রমজান আলী খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন