• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাম কিবরিয়ার রুহের মাগফেরাত কামনায় নাগরিক কমিটির মিলাদ মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৩
গোলাম কিবরিয়ার রুহের মাগফেরাত কামনায় নাগরিক কমিটির মিলাদ মাহফিল

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এডহক কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্যস্থ সিলেট সদর এসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি, নগরির ৩০নং ওয়ার্ডের জৈনপুর আহলে সুন্নাহ জামে মসজিদের মোতওয়াল্লি, প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব গোলাম কিবরিয়া হিরা মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’।
মঙ্গলবার বাদ এশা স্থানীয় জৈনপুর আহলে সুন্নাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস শহীদ।
এর আগে সংগঠনের বিদ্যমান এ্যাডহক কমিটি’র আহবায়ক ও সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন এবং সদস্য সচিব ও সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের নেতৃত্বে নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মরহুমের পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানায়। মিলাদ পরবর্তী প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মরহুমের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করে রুহের মাগফেরাত করেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের এ্যাডহক কমিটি’র সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মো. নজরুল হোসেন, হাজী মো. ফুল মিয়া, মো. ছয়েফ খান, নুরুল ইসলাম সুমন, দিলওয়ার হোসেন রানা, জাহাঙ্গীর খান, সামির খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন