• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে হিমাগারে অজ্ঞাত ব্যক্তির লাশ, স্বজনদের খুঁজছে পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩
সিলেটে হিমাগারে অজ্ঞাত ব্যক্তির লাশ, স্বজনদের খুঁজছে পুলিশ

যুগভেরী ডেস্ক ::: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পড়ে আছে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ। অজ্ঞাত ব্যক্তির স্বজনদের সন্ধান কামনা করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার (১০ অক্টোবর) অজ্ঞাতনামা পুরুষ (৩২) কে গুরুতর আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পথচারীরা। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরে সিআইডি পুলিশের বিশেষ টিম তার আঙ্গুলের চাপ সংগ্রহ করে করেও সঠিক নাম ঠিকানা ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। বর্তমানে তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।

শুক্রবার রাতে প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির স্বজনদের সন্ধান কামনা করেছেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জুনেদ আহমদ।

কেউ তার পরিচয় পেলে সিলেট মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় যোগাযোগের অনুরোধ জানান তিনি। মোবাইল : ০১৩২০-০৬৭৫৭৩, ০১৭২২-৬৯৩৪৪২

সংবাদটি শেয়ার করুন