• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি

অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে সিলেটের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোন নম্বরে এ হুমকি আসে। এ ঘটনায় সোমবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা একটি সাধারণ ডায়েরি (নং : ১২৯৩) করেন।

সাধারণ ডায়েরিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক উল্লেখ করেন, সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর (০১৮১১-৮৮১৭০৪) থেকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরিচয় গোপন রেখে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি তাকে প্রাণনাশেরও হুমকি দেন। এমনকি হুমকিদাতা মুক্তিযুদ্ধ নিয়েও কটাক্ষ করেন।

থানায় প্রদান করা সাধারাণ ডায়েরীর তদন্ত করছেন এসআই শশধর। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন