• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মঈন উদ্দিনের মাতৃবিয়োগ : সিলেট জেলা প্রেসক্লাবের শোক

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩
সাংবাদিক মঈন উদ্দিনের মাতৃবিয়োগ : সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের মা রহিমা খাতুন আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের সময় নগরীর ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । শুক্রবার (১০ নভেম্বর ) বাদ জুম’আ গোটাটিকর পূর্ব পাড়া মসজিদে জানাজার নামাজ শেষে মসজিদসংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে । জানাজার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এক শোক বার্তায় বলেন, সাংবাদিক মঈন উদ্দিনের মা একজন সৎ, পরোপকাররী ও রত্নগর্ভা নারী ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সমাজের মানুষকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা এবং মানুষের উপকার করে গেছেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।

নেতৃবৃন্দ মরহুমা রহিমা খাতুনের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন