• ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যা : বিএনপি-জামায়াতের নিন্দা করেছেন জয়

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩
যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যা : বিএনপি-জামায়াতের নিন্দা করেছেন জয়

গাইবান্ধায় রোববার নির্মমভাবে কুপিয়ে হত্যা করা যুবলীগ নেতার শেষ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হত্যার রাজনীতির নিন্দা করেছেন। নিহত যুবলীগ নেতা জাহিদ মৃত্যুর আগে হামলাকারীদের নাম প্রকাশ করে বলেছেন যে তারা (হত্যাকারীরা) বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন আওয়ামী যুবলীগের সোনোরা ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম (৩৮)কে উদ্ধৃত করে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “তারা আমার পায়ের রগ কেটেছে, নির্বিচারে কুপিয়েছে এবং শুধু আওয়ামী লীগের প্রতি আনুগত্যের জন্য আমাকে মরতে হয়েছে”।
বিএনপি-জামায়াতের গুন্ডারা এভাবেই আওয়ামী লীগ সমর্থক ও সাধারণ মানুষকে আতঙ্কিত করছে বলে যোগ করেন সজীব ওয়াজেদ।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যাচাইকৃত পাতা থেকে পোস্ট করা একটি ভিডিওর পাশাপাশি একটি পোস্ট পুনঃটুইট করে হত্যার প্রতিবাদ করেছেন এবং শোকাহত পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

 

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৩ (বাসস)

সংবাদটি শেয়ার করুন