• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো চালাচ্ছে অগ্নি সন্ত্রাস : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩
স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো চালাচ্ছে অগ্নি সন্ত্রাস : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

‘‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ নিরপরাধ মানুষ শহীদ হন, দীর্ঘ ৯ মাস মরণপন যুদ্ধ শেষে বাংলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা, স্বাধীনতার ৫৩ বছরে এসে সেই ১৯৭১ সালের রাজাকার, আলবদরদের উত্তরসূরীরা এখনো চালাচ্ছে অগ্নি সন্ত্রাস, এদের প্রতিহত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশ প্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ, বর্তমান তরুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে হবে’’ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর তৌফিক বকস্ লিপন । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, দূলাল আহমদ, আজিজুর রহমান, আখতারুজ্জামান, মুহিবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল খালিক তেরু মিয়া,শহিদুল হক, হাজী জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমদ, আয়শা আক্তার রিনা, নুরুজ্জামান, পারভেজ আহমদ, রাকিব রানা, জে কে হাবিব, সাদ্দাম হোসেন, আতিকুর রহমান মাহিন, রায়হান আহমদ, আলী হোসেন, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইলিয়াস হোসেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন