• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর, জেলা বিএনপি’র নিন্দা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪
বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর, জেলা বিএনপি’র নিন্দা প্রকাশ

হামলায় ভাংচুরকৃতের একাংশ


ডেক্স রিপোর্ট: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সদস্য সচিব মিজান আহমেদের বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তথ্যসূত্রে জানা যায়। এই হামলার ঘটনাটি গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ফারুক উদ্দিন, বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপি কর্মকান্ডে জড়িত রয়েছেন এবং দলের একজন অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রাখছেন।  গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাহার ছেলে সিলেট মহানগর ছাত্রদলের সদস্য এবং বর্তমান যুক্তরাজ্যের লন্ডন সিটি যুবদলের সদস্য সচিব মিজান আহমেদ জনসেবা, বিএনপির সভা-সমাবেশ এবং আওয়ামীলীগের বিরুদ্ধে ফেসবুকে পোষ্ট-কমেন্ট করিয়া আসিতেছিলেন। স্থানীয় আওয়ামীলী নেতাকর্মীরা তাদের বাড়িতে এসে উচ্চবাক্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করলে বিএনপি নেতা মোঃ ফারুক উদ্দিন প্রতিবাদ করলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাহার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এই হামলায় গ্রামে থমথম বিরাজ করছে।  ভাংচুরকৃত বাড়ি দেখেতে আসেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদল মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি আহমদ রেজা, সাংগঠনিক সম্পাদক দস্তগীর আহমদ, সদস্য, জুবের, আলম, মিটন, সিকন্দর, জামিলসহ একাধিক নেতৃবৃন্দ।   বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছেন। ভাংচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা হামলা ও ভাংচুরের সাথে জড়িতদের অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন