ইতালীর মদেনা শহরে বসবাসরত সিলেটীদের কমিউনিটি সংগঠন ‘সিলেট এসোসিয়েশন ইতালি মদেনা’ শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার মদেনা শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মাহফিলে মদেনা সিটি, আশেপাশে বসবাসকারী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মুসলমানদের পাশাপাশি ইতালির স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন কমিউনিটির নেতারা অংশগ্রহণ করেন। এসোসিয়েশনের সভাপতি ও মদেনা কাফ অফিসের স্বত্বাধিকারী চেরাগ উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লুকমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কারিগরি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ শহিদ মিয়া, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ।উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের উপদেষ্টা আলাউদ্দিন, সহ সভাপতি আহমেদুর রহমান, কমিউনিটি নেতা শাহজাহান, রাহেল আহমেদ, সাজন মিয়া, তুহিন মিয়া ও ছাদিকুর রহমান প্রমুখ।সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি ও মদেনা কাফ অফিসের স্বত্বাধিকারী চেরাগ উদ্দীন বলেন, কোরআন নাযিলের মাস পবিত্র রমজান আমাদের মুসলমানদের জন্য রহমত বরকত মাগফেরাতের মাস। আমরা সিলেট এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশীসহ প্রত্যক মুসলমান ভাই বোনদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভিন্ন কমিউনিটির নেতাদের দাওয়াত করেছি। সবার অংশগ্রহণে আমরা আনন্দিত। এসোসিয়েশনের সাথে জড়িত সবার আন্তরিকতা ও চেষ্টায় আমরা সফল ভাবে ইফতার দোয়া মাহফিল সম্পন্ন করেছি। এই সংগঠন ইতালীর মদেনা শহরে অবস্থানরত সিলেটীদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। এটাকে ধরে রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি