• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

হৃদয়ের চির জাগরূক এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
হৃদয়ের চির জাগরূক এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী

সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশর রাজনীতির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নাম এম সাইফুর রহমান। বৃহত্তর সিলেটসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সিলেটবাসী তাকে মনে রাখবে চিরদিন। বৃহত্তর সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে সারাজীবন স্মরণ রাখবে সিলেট প্রেমিক হিসেবে অভিহিত এম সাইফুর রহমানকে।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বলেন, কীর্তিমান এ রাজনীতিবিদের মৃত্যুর দীর্ঘদিন অহিবাহিত হলেও এখনও তার অভাব অনুভব করছেন

সিলেটের মানুষ। সিলেটবাসীর হৃদয়ে আজীবন জেগে থাকবেন এম সাইফুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল হক, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আফজাল উদ্দিন, রেজাউল করিম আলো, রেজাউল করিম নাচন, লল্লিক আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে মুফতি রায়হান উদ্দিন মুন্না, মন্জুরুল হাসান মঞ্জু, মো. লুৎফুর রহমান মোহন, সবুর আহমদ, মিজান আহমদ, কাজী মহিবুর রহমান, রেজাউর রহমান রুজন, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মো. রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মুরাদ, সাব্বির আহমদ, সৈয়দ রহিম আলী রাসু, আবু সাঈদ মোঃ তায়েফ, আলমগীর হোসেন, সুলেমান আহমদ সুমন মহানগর বিএনপি নেতা বজলুল রহমান ফয়েজ, কয়েস আহমদ সাগর, শফিকুল ইসলাম টুটুল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মারুফ হোসেন টিপু, আব্দুল হাসিম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মিনহাজুর রহমান রাসেল, ফরহাদ আহমদ, রাসেল খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন