বিশ্বনাথ প্রতিনিধি
গতকাল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমারপাড়ায় সম্পত্তির ভাগ-বাটোয়ারার সালিশী বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায় যে, মাছিম খাঁন ও আলমাছ খাঁন কুমারপাড়া গ্রামের বাসিন্দা এবং আপন ভাই হন। আলমাছ খাঁন তার বড় ভাইয়ের কাছে সম্পত্তি ভাগের কথা জানালে মাছিম খাঁন এতে আপত্তি করেন। আলমাছ খাঁন তার সম্পত্তি বুঝিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে মাছিম খাঁনের ছেলে রুহুল খাঁন বাবুল তাঁর চাচাকে হুমকি ধামকি প্রদান করে। এতে আলমাছ খাঁন গ্রামের পঞ্চায়েতের কাছে উক্ত বিষয় নিয়ে অভিযোগ করলে উভয় পক্ষকে নিয়ে গতকাল তার বাড়ীতে একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। বাদী ও বিবাদী উভয় পক্ষ যথাসময়ে সালিশ বৈঠকে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে থাকেন। আলমাছ খাঁন বক্তব্য প্রদানকালে মাছিম খাঁনের ছেলে রুহুল খাঁন বাবুল উপস্থিত মুরব্বিদের সামনে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তাঁর আপন চাচা আলমাছ খাঁনের উপর ঝাপিয়ে পড়ে। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উপস্থিত লোকজন মিলে দু’পক্ষকে সরিয়ে নিয়ে গেলেও মাছিম খাঁন ও তার ছেলে আলমাছ খাঁনকে হত্যার হুমকি প্রদান করে। আলমাছ খাঁন তাঁর জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার স্বার্থে তিনি তার আপন ভাই ও ভাইয়ের ছেলেসহ আরো উস্কানীদাতা কয়েকজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন যা বিশ্বনাথ থাকার মামলা নং ১০২/১৫, জি.আর-১২৫/২০১৫ (বিশ্বনাথ)।